
MIST Admission Circular 2021 | Military Institute of Science and Technology
? MIST Admission Circular 2021 | Military Institute of Science and Technology. এই পোস্টে আমরা তোমাদের জন্য মিস্ট এর সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই পোস্টটা সময় নিয়ে পড়ো, আশা করছি তোমার একমিনিট ও ওয়েস্ট হবে না।
MIST আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষা ৫ মার্চ ২০২১!
.
?আবেদন শুরু – ৩ ফেব্রুয়ারি
?আবেদন শেষ – ১৮ ফেব্রুয়ারি
?আবেদন ফি – ইউনিট A – ৮০০ টাকা
?আবেদন ফি – ইউনিট B এবং ইউনিট A + B – ১০০০ টাকা
?পরীক্ষা – ৫ মার্চ, ২০২১
.
বিস্তারিত নিচের ভিডিওতে দেখে নাও। MIST ভর্তি পরীক্ষা নিয়ে নিয়মিত গাইডলাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এর সকল ভিডিও নিয়মিত ফলো করো। শুভ কামনা।
MIST Admission Test circular 2020-21
Military Institute of Science and Technology তাদের ২০২১ সালের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এর ভর্তি সার্কুলার প্রকাশ করেছে। তারা তাদের সার্কুলার এ বলে দিয়েছে তাদের আবেদন শুরু ০৩ ফেব্রুয়ারী থেকে এবং শেষ হবে ১৮ ফেব্রুয়ারিতে। পরীক্ষা হবে ৫ মার্চ ২০২১.
আবেদন যোগ্যতাঃ
- ২০১৭/১৮ সালে SSC পাস করতে হবে এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম জিপিএ ৪ পেতে হবে।
- ২০১৯/২০ সালে HSC পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং চার(পদার্থ, রসায়ন,ইংরেজি ও গণিত) বিষয় এর মোট জিপিএ পয়েন্ট ২০ এর মধ্যে ১৭ পেতে হবে।
GCE এর জন্য
- ২০১৭/১৮ সালে O’Level পাস করতে হবে এবং ৫ বিষয়ে (গণিত, পদার্থ, রসায়ন এবং ইংরেজি) তে নূন্যতম বি গ্রেড পেতে হবে।
- ২০১৯/২০ সালে A’Level পাস করতে হবে এবং নূন্যতম দুই বিষয় এ বি গ্রেড এবং এক বিষয় এ সি গ্রেড পেতে হবে (পদার্থ,রসায়ন ও গণিত এর মধ্যে)
- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া যাবে না যদি HSC তে জীববিজ্ঞান এ নূন্যতম A- না থাকে,
- এবং GCE দের জন্য A level এ জীববিজ্ঞান এ নূন্যতম C না থাকে।


Short List For Written Exam:
- যারা শর্ট লিস্ট হবে তারাই লিখিত পরীক্ষার জন্য সুযোগ পাবে।
- যারা ২০১৯/২০ সালে এইচএসসি পাস করেছে তারা শর্ট লিস্ট এ থাকবে।
- দুইটি লিস্ট হবে, একটি যারা ২০২০ সালে HSC পাস করেছে তাদের, আর একটি যারা ২০১৯ সালে HSC পাস করেছে তাদের।
- শর্ট লিস্ট এর নাম ২৮ ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে।
Marks Distribution :
A Unit ( Engineering and Architecture) : গণিত ৪০,পদার্থ ৩০,রসায়ন ২০, ইংরেজি ১০
মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে এবং সময় হচ্ছে ২ ঘন্টা।
B Unit (Architecture) : Drawing and Architecture Related Topics 100 marks
B Unit এ যারা পরীক্ষা দিবে তাদের A Unit এ ও পরীক্ষা দিতে হবে, (A+B) Unit মিলিয়ে ১০০+১০০ = ২০০ মার্কে পরিক্ষা হবে। সময় ২+২ = ঘন্টা।
MIST Admission Circular 2021 Download
You May Also Like :
6 Comments