
BUET List of Eligible Candidates for Preliminary Test
Bangladesh University of Engineering and Technology (BUET) List of Eligible Candidates for Preliminary Test
গত দিন বুয়েট এর পরীক্ষা এক মাস পিছানো হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে/সেশনে লেভেল-১, টার্ম-১-এ ছাত্র/ছাত্রী ভর্তির নিমিত্তে প্রাক-নির্বাচনী পরীক্ষা ৩১ মে ও ১ জুন এর পরিবর্তে যথাক্রমে ৩০ জুন ও ১ জুলাই এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১০ জুন এর পরিবর্তে ১০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুয়েটে ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিচে যোগ্য প্রার্থীদের তালিকা এর পিডিএফ ফাইল ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
BUET List of Eligible Candidates for Preliminary Test
১. Preliminary Test Shift “01“ | ২. Preliminary Test Shift “02“ |
৩. Preliminary Test Shift “03“ | ৪. Preliminary Test Shift “04“ |
ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের যাদের নামের তালিকায় “রিমার্ক” হিসেবে “মেজর অবজেকশন; ডকুমেন্টস্ রিকুয়ারর্ড” উল্লেখ আছে তাদেরকে নিম্নোক্ত ডকুমেন্ট ২২ মে র মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
- ১ এসএসসি নম্বরপত্রের কপি/২০১৭ সালের
- ২ এসএসসি সনদের কপি/২০১৭ সালের
- ৩ এইচএসসি নম্বরপত্রের কপি/২০১৯ সালের
- ৪ এইচএসসি নম্বরপত্রের মানউন্নয়নের কপি/২০২০ সালের
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই এসএমএস/ইমেইল এর মাধ্যমে এসব ডকুমেন্ট জমা দেয়ার লিংক পাঠানো হবে। তবে এসব ডকুমেন্ট জমা প্রদান করা না হলে আবেদনকারীর প্রাক-নির্বাচনী পরীক্ষার এডমিট কার্ড ইস্যু করা হবে না। তাই অতি দ্রুত এসব ডকুমেন্টস জমা দেওয়ার পরামর্শ থাকবে।