
BSC In Nursing 2021-22 MCQ Solution
B.Sc Nursing Admission Test : 2021-22
নিচের কোনটি সঠিক আবেগ?
- বেগ-সিদ্ধান্ত আবেগ ✔
- যাকগে-বিস্ময় আবেগ
- আরে-করুনা আবেগ
- আহ-অলংকার আবেগ
The synonym for ‘Ambition’ is-
- Purposelessness
- Indifference
- Aimlessness
- Desire ✔
Which is synonym for ‘Modern’?
- Past
- Outdated
- Fashionable✔️
- Ancient
তাড়িৎচৌম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়?
- প্রোটন
- ফোটন
- মেসন
- গ্রাভিটন ✔
Choose the correct spelling.
- Assessment ✔
- Asesment
- Asessment
- Assesment
নিচের কোনটিকে “কার্বলিক এসিড ” বলা হয়?
- ফেনল ✔
- ফিনাইল এসিটেট
- অ্যামিনো বেনজিন
- বেনজাইল অ্যালকোহল
ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a, প্রস্থ b, কর্ণ d। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
- ab ✔
- ad
- bd
- 2ab
কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে?
- ভিটামিন এ
- ভিটামিন বি
- ভিটামিন কে ✔
- ভিটামিন ডি
বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
- এপ্রিল ✔
- মার্চ
- অক্টোবর
- জানুয়ারী
অসংরক্ষণশীল বল কোনটি?
- বৈদ্যুতিক বল
- চুম্বক বল
- ঘর্ষণ বল ✔
- অভিকর্ষ বল
বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়-
- ১৫ এপ্রিল
- ২৫ এপ্রিল ✔
- ১৮ এপ্রিল
- ১৩ এপ্রিল
পিতা-পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। পিতার বয়স পুত্রের বয়সের নয় গুণ হলে,
পুত্রের বয়স কত?
- 5 ✔
- 17
- 15
- 10
1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
- 1190
- 1175
- 1275 ✔
- 1350
ইউনেস্কো কর্তৃক ৭ ই মার্চের ভাষণকে “ওয়ার্ল্ডস ডকুমেন্টরি হেরিটেজ” বা বিশ্ব
প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়-
- ২০১৬ সালে
- ২০১৮ সালে
- ২০১৯ সালে
- ২০১৭ সালে ✔
নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়ে বহুবচন বোঝাচ্ছে?
- রবীন্দ্র রচনাবলী ত্রিশ খন্ডে পাওয়া যায়
- মাঝিরা নৌকা চালায়
- সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি কাজ করেছেন ✔
- ছাত্ররা এসে জড়ো হয়েছে
রোগ সৃষ্টিকারী অণুজীবকে বলা হয়-
- প্যাথোজেন ✔
- টক্সিন
- অ্যান্টিবডি
- অ্যান্টিজেন
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানবদেহের কোন অঙ্গে থাকে?
- পাকস্থলি
- বৃক্ক
- অগ্ন্যাশয় ✔
- ক্ষুদ্রান্ত্র
নিচের কোনটি দুর্বল এসিড?
- CH₂SO4
- HNO3
- CH3COOH ✔
- HCI
রঞ্জন রশ্মি আবিষ্কার করেন?
- মেরী কুরি
- উইলিয়াম রন্টজেন ✔
- হেনরি বেকরেল
- আইজ্যাক নিউটন
“May you live long”. Which kind of sentence is this?
- Optative ✔
- Imperative
- Assertive
- Interrogative
মানবদেহে রক্ত পরিসঞ্চালন কে আবিষ্কার করেন?
- আলেকজান্ডার ফ্লেমিং
- এডওয়ার্ড জেনার
- লুই পাস্তুর
- উইলিয়াম হার্ভে ✔
Fill in the blank with appropriate word: Slow and steady……….. the race.
- has won
- wins ✔
- won
- win
“অ্যান্তোনিও গুতারেস” এর বিষয়ে কোনটি সঠিক নয়?
- পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী
- জাতিসংঘের প্রাক্তন শরণার্থী বিষয়ক উপদেষ্টা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ✔
- জাতিসংঘের মহাসচিব
নিচের কোনটি সরল বাক্য?
- পরিশ্রমীরা জীবনে সফল হয় ✔
- সে এখানে এলো এবং বসে পড়ল
- লোকটি নিরক্ষর, কিন্তু অভদ্র নয়
- বিপদ ও দুঃখ একসাথে আসে
a+1/a = 3 হলে a2+1/a2 এর মান কত?
- 9
- 7 ✔
- 11
- 6
“জব্বারের বলিখেলা ” কোন এলাকার ঐতিহ্যবাহী খেলা?
- রংপুর
- ময়মনসিংহ
- বরিশাল
- চট্টগ্রাম ✔
Which one is the correct spelling?
- Redious
- Radius ✔
- Redius
- Radious
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
- লজ্জা পাওয়া
- গান করা
- হেসে ওঠা ✔
- মার খাওয়া
পাকস্থলী প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক এসিড (HCI) নিঃসরণ করে?
- চিফ কোষ
- গবলেট কোষ
- মিউকাস নেক কোষ
- প্যারাইটাল কোষ ✔
“মোরা একটি ফুলের বাঁচাবো বলে যুদ্ধ করি” গানের গীতিকার কে?
- মোহাম্মদ রফিকুজ্জামান
- সলিল চৌধুরী
- আপেল মাহমুদ
- গোবিন্দ হালদার ✔
“জ্ঞাতিবধবেদনা” শব্দটির অর্থ কোনটি?
- আঘাত প্রাপ্ত হলে যে বেদনা
- কারো মৃত্যুর কারণে তৈরি হওয়া বেদনা
- আত্মীয় হত্যার যন্ত্রণা ✔
- বিচ্ছেদ বা দূরত্ব তৈরি হওয়ার বেদনা
“In a nutshell ” means-
- In details
- Large description
- Briefly ✔
- Elaborately
তাপমাত্রা 40° সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে কত?
- 104°F ✔
- 213°F
- 72°F
- 40°F
দুটি বস্তুর ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া?
- প্রত্যাবর্তী প্রক্রিয়া
- অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ✔
- রুদ্ধতাপীয় প্রক্রিয়া
- সমোষ্ণ প্রক্রিয়া
William Shakespeare was-
- Philosopher
- Scientist
- Politician
- Playwriter ✔
Choose the correct sentence-
- Smoking is injurious to health ✔
- Smoking is injurious with health
- Smoking is injurious for health
- Smoking is injurious on health
The correct translation of “রবিবার হইতে বৃষ্টি হইতেছিল।” is-
- It has been raining from sunday ✔
- It had been raining since sunday
- It rained since sunday
- It was raining from sunday
“ছাড়পত্র” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- জীবনানন্দ দাস
- নির্মলেন্দু গুণ
- সুকান্ত ভট্টাচার্য ✔
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
বাম দিকের শব্দের সঠিক বিপরীত শব্দ নয় কোনটি?
- বিশ্বাস-সামান্য
- ইস্তফা-নিবৃত্ত ✔
- রিক্ত-পূর্ণ
- নিশ্চেষ্ট-সচেষ্ট
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট পর্বতারোহী কে?
- মারিয়া নুর
- নিশাত মজুমদার ✔
- সাদিয়া শারমিন
- ওয়াজফিয়া নাজনিন
নিচের কোনটি এইডস (Aedes) মশা বাহিত রোগ নয়?
- চিকুনগুনিয়া
- জিকা
- ডেঙ্গু
- ম্যালেরিয়া ✔
Choose the correctly spelled word.
- Nominy
- Nominee ✔
- Nomini
- Nomeeni
বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি?
- নাইট্রাস অক্সাইড
- মিথেন
- কার্বন ডাই অক্সাইড ✔
- অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
- গৃহদাহ
- চোখের বালি ✔
- দত্তা
- দেবদাস
নিচের কোনটি লিভারের গ্লাইকোজেনকে ভেঙ্গে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি
করে?
- ইনসুলিন
- রেনিন
- গ্লুকাগণ ✔
- থাইরোক্সিন
ডিনামাইট তৈরিতে কোন যৌগটি ব্যবহৃত হয়?
- নাইট্রোফেনল
- নাইট্রোগ্লিসারিন ✔
- নাইট্রোবেনজিন
- নাইট্রোটলুইন
নিচের পদ্ধতিসমূহের মধ্যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করার জন্য
সর্বোত্তম
- হট এয়ার ওভেন
- ফরমালডিহাইড
- ফুটানো
- অটোক্লেভ ✔
কোনটি রুপান্তরিত শিলা?
- গ্রানাইট ✔
- বেলেপাথর
- গ্যালেনা
- কয়লা
বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলে-
- আঞ্চলিক দোষ
- বাহুল্য দোষ
- গুরুচন্ডালী দোষ ✔
- উপমার দোষ
নিচের কোনটি ফেরোচৌম্বক পদার্থ নয়?
- নিকেল
- লোহা
- কোবাল্ট
- সিসা ✔
কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়?
- স্টিম পাতন
- কলাম ক্রোমাটোগ্রাফি
- দ্রাবক নিষ্কাশন ✔
- আংশিক পাতন
মুক্তিযোদ্ধভিত্তিক গ্রন্থসমূহের পাশে উল্লিখিত লেখকের লেখা কোন গ্রন্থ সঠিক?
- জোৎস্না ও জননীর গল্প – হুমায়ুন আহমেদ
- একাত্তরের চিঠি – আনিসুল হক ✔
- একাত্তরের জননী -বেগম সুফিয়া কামাল
- একাত্তরের দিনগুলি-জাহানারা ইমাম
“সমুদ্র” এর প্রতিশব্দ কোনটি?
- অর্ণব
- মহীধর
- রত্নাকর ✔
- পারাবার
নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়?
- 2
- 4 ✔
- 3
- 1 ✔
নিচের কোনটি অদাহ্য পদার্থ?
- হিলিয়াম ✔
- পেট্রোলিয়াম
- বেনজিন
- ইথার
“দেশ” একটি-
- গমের নাম
- ফলের নাম
- পত্রিকার নাম ✔
- মিষ্টির নাম
Choose the correct sentence-
- The train is running with time
- The train is running in time
- The train is running on time ✔
- The train is running by time
ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত HTTP এর পূর্ণরুপ কি?
- Hyper Text Transition Protocol
- High Testure Transcription Protocol
- Hyper Text Transfer Protocol ✔
- Hyper Text Transmission Protocol
নিচের কোন তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য বেশি?
- গামা
- বেতার ✔
- অবলোহিত
- অতিবেগুনী
নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষ্য রয়েছে?
- পাথুরে মূর্তি
- লোকটা ধার্মিক
- খুব সুন্দর ছবি ✔
- এক টন রড
Full form of CGPA is-
- Certificate Grade Point Average
- Current Grade Point Average
- Complete Grade Point Average
- Cumulative Grade Point Average ✔
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
- ধুমকেতু ✔
- সমাচার দর্পন
- সমকাল
- সবুজপত্র
কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম?
- নীল
- লাল
- সবুজ
- বেগুনী ✔
নিচের কোনটি বিভাগীয় শহর?
- নাটোর
- দিনাজপুর
- বগুড়া
- রংপুর ✔
Choose the correct sentence from the following.
- One should obey their parents
- One should obey the parents
- One should obey once parents
- One should obey one’s parents ✔
টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত?
- কক্সবাজার ও দিনজপুর
- কক্সবাজার ও পঞ্চগড় ✔
- চট্টগ্রাম কুড়িগ্রাম
- বান্দরবান ও নীলফামারী
The correct translation of “ট্রেনটি ঢাকা যাবে।” is-
- The train is leaving for Dhaka
- The train is bound for Dhaka ✔
- The train is going to Dhaka
- The train went to Dhaka
একুশে ফেব্রুয়ারীকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” ঘোষণা করে কোন সংস্থা?
- বিশ্বব্যাংক
- ইউনিসেফ
- জাতিসংঘ
- ইউনেস্কো ✔
Don’t judge a book by it’s cover –
বাক্যটির সঠিক বাংলা কোনটি?
- গাছে কাঁঠাল গোঁফে তেল
- নিজের ভালো পাগলেও বোঝে
- বলা সহজ করা কঠিন
- চক চক করলেই সোনা হয়না ✔
(a+b)2 – 2ab = ?
- a+b
- a-b
- a2-b2
- a2+b2 ✔
নিচের কোন অর্থটি “তালকানা” শব্দটির সঠিক অর্থ প্রকাশ করে?
- সুযোগসন্ধানী
- কপট
- কান্ডজ্ঞানহীন ✔
- নীচুমনা
পেপটাইজেশন পদ্ধতিতে নিচের কোনটি তৈরি করা যায়?
- কোয়াগুলেশন
- ইমালশন
- সাসপেনশন
- কলয়েড ✔
Which one is the correct sentence?
- The lady died of cancer ✔
- The lady died by cancer
- The lady died from cancer
- The lady died due to cancer
“তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো” – বাক্যটি কোন কালের?
- ঘটমান অতীত
- পুরাঘটিত বর্তমান
- সাধারণ অতীত
- নিত্য অতীত ✔
দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে কি বলে?
- পরম স্থিতি
- পরম গতি
- আপেক্ষিক গতি ✔
- আপেক্ষিক স্থিতি
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
- হাতিয়া
- মনপুরা
- সেন্ট মার্টিন ✔
- আমানগর
△ABC এ ∠A=90° হলে ত্রিভুজটি কী ধরনের?
- বিষমবাহু
- সমবাহু
- সমকোণী ✔
- সমদ্বিবাহু
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সে.মি. ও এক বাহুর দৈর্ঘ্য 4 সে.মি.।
ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?
- 2
- 3 ✔
- 4
- 5
নিচের কোনগুলি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ?
- আকাশ ও পাহাড়
- পরিবার ও মিছিল ✔
- নদী ও সাগর
- যুগান্তর ও গণদেবতা
- ৪০. নিচের কৃত্রিম খাদ্য সংরক্ষকগুলোর মধ্যে কোনটি সবচেয়ে নিরাপদ?
- সরবিটল
- সোডিয়াম বেনজয়েট ✔
- সোডিয়াম নাইট্রাইড
- ক্যালসিয়াম কার্বাইড
Noun form of the word “long” is-
- longest
- length ✔
- longer
- lengthen
একই সমতলে দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে কি তৈরী হয়?
- তল
- কোণ
- বিন্দু
- রেখা ✔
এপিকালচার (Apiculture) বলতে কী বোঝায়?
- রেশম চাষ
- মৎস চাষ
- হাস-মুরগী পালন
- মৌমাছি পালন ✔
BIRDEM হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?
- অধ্যাপক এম আর খান
- অধ্যাপক নুরুল ইসলাম
- অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান
- অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম ✔
‘মেঘ’ শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
- সিন্ধু
- আদ্রি
- অভ্র ✔
- বারি
দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা কোন পদ্ধতিতে পড়ালেখা করে?
- ইশারা পদ্ধতি
- শ্রবণ পদ্ধতি
- ব্রেইল পদ্ধতি ✔
- শব্দ পদ্ধতি
Fill in the blank with appropriate word. I read
- a
- of
- an
- the ✔
The word “ecological” is related to
- demography
- environment ✔
- Pollution
- atmosphere
মুজিব বর্ষের সময়কাল ছিল-
- ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২০ সালের ১৬ ডিসেম্বর
- ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ
- ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর
- ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ মার্চ ✔
বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কোনো কাজ হবেনা?
- 60°
- 120 °
- 90° ✔
- 180°
কোন শিল্পে অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ?
- কাঁচ শিল্প ✔
- চামড়া শিল্প
- কাগজ শিল্প
- সিরামিক শিল্প
Fill in the blank with an appropriate word. He has been ill ……… last Friday.
- for
- to
- with
- since ✔
নিচের কোন শব্দটি “উয়া” প্রত্যয় যোগে গঠিত শব্দ?
- লাগোয়া
- ঘরোয়া
- বেহায়া
- পড়ুয়া ✔
“স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দিবে না।”
উক্তিটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সক্রেটিস
- বিল গেটস
- এ পি জে আবদুল কালাম ✔
নিচের কোন ভগ্নাংশটি অসীম দশমিক ভগ্নাংশ?
- 1/2
- 1/3 ✔
- 1/4
- 1/5
নিচের কোনটি মৌলিক শব্দ নয়?
- গাছ
- গরমিল ✔
- পাখি
- শাপলা
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই?
- পঞ্চগড়
- বান্দরবান ✔
- কুষ্টিয়া
- সাতক্ষীরা
বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ?
- মহেশখালি ✔
- নিঝুমদ্বীপ
- কুতুবদিয়া
- পাহাড়পুর