
সমাজসেবা অধিদপ্তরের (DSS) অফিস সহায়ক (স্থায়ী রাজস্ব) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন- ২০২০
সমাজসেবা অধিদপ্তরের (DSS) অফিস সহায়ক (স্থায়ী রাজস্ব) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন- ২০২০
পরীক্ষার তারিখঃ ১৮ ডিসেম্বর ২০২০
সমাজসেবা অধিদপ্তর
নিয়োগ পরীক্ষা-২০২০
পদের নাম: অফিস সহায়ক (স্থায়ী রাজস্ব)
পূর্ণমান-৭০
সময়- ৬০ মিনিট
১. সন্ধি বিচ্ছেদ করুন – ০৫
ক)যথেষ্ট খ)দিগন্ত গ)সংযম ঘ)পরিষ্কার ঙ)নাবিক
২. এক কথায় প্রকাশ করুনঃ – ০৫
ক)যা দমন করা যায় না, খ)যা খুব শীতল বা উষ্ণ নয়, গ)যা কষ্টে লাভ করা যায়, ঘ)যে মেয়ের বিয়ে হয়নি, ঙ) যার কোনো উপায় নেই
৩. বাগধারা গুলোর অর্থসহ বাক্যরচনা করুনঃ – ১০
ক)অকুল পাথার, খ)কই মাছের প্রান, গ)গোফ খেজুরে ঘ)ব্যাঙের সর্দি ঙ)মনিকাঞ্চন যোগ
৪. Translate into English: – ১০
a) আমাকে সেখানে যেতেই হবে।
b) আকাশ মেঘাচ্ছন্ন
c) বালিকাটি নাচতে নাচতে আসছে
d) লোকটি তিনদিন যাবত জ্বরে ভুগছে
e) রহিম একজন সফল কৃষক
৫. Fill in the blanks: – ০৬
a)—- sky is blue.
b) I eat —-apple everyday.
C)We should abide –— the rules.
d)He is zealous –— freedom. .
e)He is weak —- Mathematics
f) He is one —- cyed man
৬. Make sentences with the following (with meaning): – ০৪
a. Blue blood
b. All day long
৭. একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ কয়। কলমটির ক্রয়মূল্য কত? – ০৫
৮.x+y=4 হলে x3+y3+ 12xy এর মান নির্ণয় করুন। – ০৫
৯. এক কথায় উত্তর দিনঃ – ১০
ক)সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
খ) ৩০° কোণের পূরক কোণ কত?
গ. কোন বর্গের একবাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
ঘ) ০.৫ এর শতকরা ২০ কত?
ঙ) এক সরলকোণের পরিমাণ কত?
১০. নিজের প্রশ্ন গুলোর উত্তর দিন – ১০
ক) “উইজার্ড অব দি ড্রিবল” খ্যাত দিয়াগাে ম্যারাডােনা কত তারিখে মৃত্যুবরণ করেন?
খ. বাংলাদেশের জাতীয় শােক দিবস কত তারিখে পালিত হয়?
গ) বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি নেয়?
ঘ) করােনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়?
ঙ) মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?