
বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং মমতাদি গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর/ সমাধান। অ্যাসাইনমেন্টের শিরোনাম- বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং মমতাদি গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ।
Table of Contents
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট
এসএসসি ২০২২ ৮ম সপ্তাহ বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট 2022 SSC 8th Week Assignment

অ্যাসাইনমেন্টঃ বাংলা শব্দগঠনের উপায় বর্ণনা এবং ‘মমতাদি’ গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. উপসর্গ, প্রত্যয় ও সমাস – বাংলা শব্দগঠনের এই তিন উপায় সম্পর্কে বর্ণনা।
২. ‘মমতাদি’ গল্প থেকে উপসর্গ, প্রত্যয় ও সমাস সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করা।
নমুনা:
ক. উপসর্গসাধিত শব্দ: উপদেশ = উপদেশ: তৎসম উপসর্গ।
খ. প্রত্যয়সাধিত শব্দ: কৃতজ্ঞতা = কৃতজ্ঞ + তা: তদ্ধিত প্রত্যয়।
গ. সমাসসাধিত শব্দ: রান্নাঘর = রান্নার নিমিত্ত ঘর: ৪র্থী তৎপুরুষ।
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর/ সমাধান
বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং মমতাদি গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ
ক) বাংলা শব্দগঠনের উপায় বর্ণনাঃ
শব্দ গঠন : পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষায়ও কতকগুলো সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হয়। এই শব্দ তৈরির প্রক্রিয়াও যথেষ্ট বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় শব্দ তৈরির এই প্রক্রিয়াসমূকেই সাধারণভাবে শব্দ গঠন বলা যেতে পারে। নিচে শব্দ গঠনের উল্লেখযোগ্য কয়েকটি উপায় আলোচনা করা হলো_
১. সমাসের সাহায্যে শব্দ গঠন :
এই প্রক্রিয়ায় দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন : মহৎ যে জন = মহাজন, জায়া ও পতি = দম্পতি ইত্যাদি।
২. উপসর্গযোগে শব্দ গঠন :
এ ক্ষেত্রে ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন : প্র+হার=প্রহার, পরা+জয়=পরাজয় ইত্যাদি।
৩. সন্ধির সাহায্যে শব্দ গঠন :
পাশাপাশি দুটি বর্ণের একত্রীকরণের ফলে এই প্রক্রিয়ায় নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন :বিদ্যা+আলয়= বিদ্যালয়, পর+উপকার= পরোপকার ইত্যাদি।
৪. প্রত্যয় যোগে শব্দ গঠন :
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করেও নতুন নতুন শব্দ গঠন করা যায়। যেমন :
- ক) কৃৎ প্রত্যয় যোগে : পড়+আ=পড়া, পিঠ+অক=পাঠক ইত্যাদি।
- খ) তদ্ধিত প্রত্যয়যোগে :কলম+দানি=কলমদানি, নাম+তা=নামতা ইত্যাদি।
৫. বিভক্তির সাহায্যে শব্দ গঠন :
শব্দের শেষে বিভক্তি যোগ করেও নতুন শব্দ গঠন করা যায়।
যেমন:কর+এ=করে, রহিম+ এর= রহিমের ইত্যাদি।
৬. দ্বিরুক্ত শব্দের সাহায্যে শব্দ গঠন :
দ্বিরুক্ত শব্দের মাধ্যমে বাংলা ভাষায় প্রচুর শব্দ তৈরি হয়। যেমন :শনশন, মোটামুটি, রাজায় রাজায় ইত্যাদি।
৭. পদ পরিবর্তনের সাহায্যে শব্দ গঠন :
পদ পরিবর্তনের মাধ্যমেও নতুন শব্দ গঠিত হতে পারে। যেমন :মানব (বিশেষ্য) > মানবিক (বিশেষণ), পৃথিবী (বিশেষ্য) > পার্থিব (বিশেষণ) ইত্যাদি।
উপর্যুক্ত প্রক্রিয়াগুলোর মাধ্যমে শব্দ গঠিত হলেও মূলত সমাস, প্রত্যয় এবং উপসর্গের মাধ্যমে প্রধানরূপে শব্দ গঠিত হয়ে থাকে।
খ) মমতাদি গল্প হতে সাধিত শব্দ বিশ্লেষণঃ
উপসর্গ সাধিত শব্দ (মমতাদি)
১.উপদেশ=উপ+দেশ
২.অপূর্ব =অ+পূর্ব
৩.অনাহার =অনা+আহার
৪.অতিরিক্ত =অতি+রিক্ত
৫.অনাবশ্যক=অনা+বশ্যক
৬.অপমান=অপ+মান
৭.অপ্রতিভ=অ+ প্রতিভ
৮.বিশৃঙ্খলা=বি+শৃঙ্খলা
৯.অসম্ভব =অ+সম্ভব
১০.অস্থায়ী =অ+স্থায়ী
প্রত্যয় সাধিত শব্দ (মমতাদি)
১.রান্না =√রাধ +না
২.মায়াবী=মায়া+বিন
৩.কৃতজ্ঞতা =√কৃতজ্ঞ+তা
৪.কর্তা=√কৃ+তা
৫.কর্তব্য =√কৃ+তব্য
৬.পড়া=√পড়+আ
৭.জয়=√জি+অল্
৮.লাজুক=√লাজ+উক
৯.কান্না=√কাঁদ+না
সমাস সাধিত শব্দ (মমতাদি)
১.রান্নাঘর= রান্নার জন্য নিমিত্ত ঘর
২.দোতালা =দুই তালা আছে যার
৩.গুরুনিন্দা= গুরুকে নিন্দা
৪.বই খাতা =বই ও খাতা
৫.প্রতিদিন= দিন দিন
৬.প্রতিবাদ =বিরুদ্ধে বাধ।