
Job Preparations
কেন আপনার চাকুরী হবে না?
কেন আপনার চাকুরী হবে না?
জেনে নিন কারণসমূহ-
কে কোন গুনের অধিকারি কমেন্টস করে জানান !
(১) আপনি মোবাইল আর ফেসবুক ছাড়া থাকতে পারেন না।
(২) আপনি এখনো নতুন মেয়ে বন্ধু খুঁজে বেড়ান। মেয়ে পটানোর ধান্দায় থাকেন।
(৩) পড়ার টেবিলে বসলে আপনার দুনিয়ার ঘুম চোখে৷
চলে আসে।
(৪) পড়েন না কিন্তু স্বপ্ন দেখেন অনেক বড়।
(৫) আজ পর্যন্ত কোন বই ই আপনি ভালো মত শেষ করেন নি।
(৬) হতাশ থাকেন বেশির ভাগ সময়।
(৭)ধৈর্য শক্তি নাই বললেই চলে।
(৮) কোচিং নির্ভর পাবলিক আপনি।
(৯) আরাম আয়েশ করতে খুব পছন্দ করেন।
(১০) শুধু বড় ভাইদের পরামর্শ নেন। কিন্তু আমল করেন না।
চাকরি পেতে হলে অবশ্যই পড়ুন,পড়ুন,পড়ুন ।