
আজকের পত্রিকা থেকে সংগৃহীত সাধরণ জ্ঞান | ৬ ডিসেম্বর ২০২০
Table of Contents
“আজকের পত্রিকা থেকে সংগৃহীত সাধরণ জ্ঞান “
৬ ডিসেম্বর ২০২০ ( বাংলা ২১ অগ্রহায়ণ ১৪২৭)
বাংলাদেশঃ
১। “বঙ্গবন্ধুর ভাস্কর্য ” কোথায় নির্মাণ করা হয়?
উত্তরঃ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে ( দোলাইপাড় মোড়ে)। ( সম্প্রতি এ নির্মাণাধীন ভাস্কর্যটি ভাঙচুর করছে দুর্বৃত্তরা)।
২। “স্বৈরাচার পতন” দিবস কবে?
উত্তরঃ ৬ ডিসেম্বর। ( ১৯৯০ সালের এই দিনে পদত্যাগ করের হুসেইন মুহম্মদ এরশাদ।এই দিনে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ ‘হিসেবে পালন করে আওয়ামী লীগ। আর ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে এরশাদের দল জাতীয় পার্টি)।
৩।সম্প্রতি বঙ্গবন্ধুর বিশাল আকৃতির ভাস্কর্য কোথায় তৈরি করা হবে?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে। ( এর কাজ শুরু করা হয়েছে)।
৪। বর্তমানে বিজিবির মহাপরিচালকের নাম কি?
উত্তরঃ মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
৫। বাংলাদেশে কবে ‘হামের’ প্রকোপ দেখা দেয়?
উত্তরঃ ২০১৭ সালের জুলাই মাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে।( হাম ভাইরাস জনিত রোগ।আক্রান্ত হলে জ্বর,সর্দি,কাশির পাশাপাশি চোখ লাল হয়ে যায়)।
৬। বর্তমানে ধর্ম প্রতিমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ফরিদুল হক খান।( তিনি জানান ভাস্কর্যের ব্যাপারে এক সপ্তাহের মধ্যেই সমাধান হবে)।
৭।বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নাম কি?
উত্তরঃ আ ক ম মোজাম্মেল হক।( তিনি বলেন দোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। সোহরাওয়ার্দী উদ্যানে ও বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাজ শুরু হয়েছে) ।
৮।নারীদের মধ্যে কত শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন?
উত্তরঃ ৯০ শতাংশ।
৯। একবার হলেও কম্পিউটার ব্যবহার করেছেন দেশে এমন নারীর সংখ্যা কত?
উত্তরঃ ৪ শতাংশ। ( দেশে কারিগরি শিক্ষায় নারীর অংশগ্রহণ ২০২০ সালের লক্ষ্যমাত্রা ৪০%)।
১০। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদশের প্রথম অগ্রাধিকার মূলক বাণিজ্য চুক্তি ( পিটিএ) করা হচ্ছে।
উত্তরঃ বাংলাদেশ কে স্বীকৃতি দান কারি ১ম দেশ ভুটানের সঙ্গে। ( বাণিজ্য মন্রী টিপু মুনশি বলেন পিটিএ হওয়ার পর ভুটানের বাজারে বাংলাদেশ মোট ১০০টি পণ্য এবং ভুটান বাংলাদেশে ৩৪টি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে।পরবর্তী পর্যায়ে আলোচনার মাধ্যমে আরও পণ্য সংযুক্ত হবে।অনুষ্ঠানে জানানো হয় ভুটান ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ কে প্রথম স্বীকৃতি দেয়)।
১১। বাংলাদেশ ও ভুটান ” পিটিএ” চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ৬ ডিসেম্বর ২০২০।( ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ভার্চ্যুয়াল সংযোগের মাধ্যমে এ চুক্তি সই হয়।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ভার্চ্যুয়াল সংযোগের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।চুক্তিতে সই করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের ইকোনোমিক অ্যাফেয়ার্স মিনিস্টার লোকনাথ শর্মা)।
১২। বাংলাদেশ স্বাধীনতার “সুবর্ণজয়ন্তী” কবে উদযাপন করতে যাচ্ছে?
উত্তরঃ ২০২১ সালে।
১৩। বাংলাদেশে কয় প্রজাতির গাঙ্গচিল দেখা যায়?
উত্তরঃ পাঁচ প্রজাতির।
খেলাধুলাঃ
১। কোন ফুটবলার “ভ্রমণ অ্যাপ” নামের একটি অ্যাপ বানিয়েছেন?
উত্তরঃ ডিফেন্ডার এরিক ডায়ার।( ২৬ বছর বয়সী এ ফুটবলার লকডাউনের সময়টা কাজে লাগিয়ে ভাই ও এক বন্ধু মিলে এ অ্যাপটি বানিয়েছেন)।
২।শামসুল হুদা ফুটবল একাডেমি কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০১১ সালে, যশোর সদর উপজেলার হামিদপুরে।( ৪৫ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এ একাডেমিতে আছে ৩টি ফুটবল মাঠ,তিনটি বয়সভিত্তিক দলে ৯০ জন ফুটবলার,৬ জন কোচ ও আবাসিক ব্যবস্থা) ।
৩। ২০২১ ক্লাব বিশ্বকাপ কোথায় হবে?
উত্তরঃ জাপানে।( ২০২১ সালের ডিসেম্বরে হবে এ ক্লাব বিশ্বকাপ).।
আন্তর্জাতিকঃ
১। ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস ( ডাকা) কত সালে চালু হয়?
উত্তরঃ ২০১২ সালে। ( অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের সুবিধা দিতে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এটি চালু করেন। বর্তমানে ১০ লাখের বেশি অভিবাসী উপকৃত হবে)।
২। কুয়েতে কবে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়?
উত্তরঃ ৫ ডিসেম্বর ২০২০।( ৫০ জন সদস্য নির্বাচনে ২৯ নারীসহ ৩২৬ জন প্রতিদ্বন্দ্বীতা কররছেন।এ ছাড়া সরকার মনোনীত সদস্য থাকবেন ১৫ জন)।
৩।”কার্ল হেইনজ গ্রাসার” কোন দেশের সাবেক অর্থ মন্ত্রী ছিলেন?
উত্তরঃ অস্ট্রিয়ার।( দূর্নীতির সঙ্গে জড়িত থাকার কারনে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে)।
বাংলাঃ
১।”সচেষ্ট ” এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ নিশ্চষ্ট।
২।”খাম কাজ” বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ ভুল কাজ।
৩। “খুরে খুরে দণ্ডবৎ” বাগধারা দ্বারা কি বুঝায়?
উত্তরঃ হার স্বীকার।
৪। ‘কল্কি অবতার’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ অশুভ ধ্বংসকারী,অজ্ঞতা ধ্বংসকারী অথবা অন্ধকার দূরকারী।
৫। “গণ্ডগ্রাম ” বাগধারার অর্থ কি?
উত্তরঃ বড়গ্রাম/ অজপাড়াগাঁ। ( এখানে গণ্ড অর্থ প্রধান বা বৃহৎ।
” সেরা উক্তি ”
“যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো”
— জর্জ লরমির–
( আমেরিকান লেখক)